Top

১৫ বছর পর সূর্যের আলো দেখতে পেয়ে আবেগ-আপ্লুত আখিঁ

০২ আগস্ট, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
১৫ বছর পর সূর্যের আলো দেখতে পেয়ে আবেগ-আপ্লুত আখিঁ
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলার প্রতিবন্ধী মেয়ে আঁখি। উপজেলার আংগারপাড়া ইউনিয়নের জমির চেয়ারম্যান পাড়ায় একটা ঝুপড়ি ঘরে বসবাস করেন। বাবা হতদরিদ্র আলম ভ্যান চালিয়ে কোনোরকম জীবিকা নির্বাহ করেন, সেরকম আয়-রোজগার না থাকায় ঠিকমতো তিনবেলা খাবারও জুটে না কোনো দিন৷ টাকার অভাবে বসতবাড়ির অবস্থাও জরাজীর্ণ। তাই প্রতিবন্ধী মেয়েকে চিকিৎসা করানোর সাধ থাকলেও সাধ্য নেই ভ্যানচালক আলমের।

বাবা আলম জানান, ছোটবেলায় আঁখি বাকী সবার মতোই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতো। নিয়মিত লেখাপড়া ও খেলাধুলা করতো। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় হঠাৎ আঁখির পায়ে সমস্যা দেখা যায়। এরপর সে আর হাঁটতে পারছিলো নাহ৷ টাকার অভাবে বাইরে চিকিৎসা করানো সম্ভব হয় নি। পরবর্তীতে ধীরে ধীরে প্যারালাইসড হয়ে শয্যাশায়ী হয়ে যায় আঁখি। এরপর তার বিছানায় কেটে যায় ১৫টি বছর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আখিঁর বিপন্ন জীবনকাহিনীর কথা প্রকাশ পেলে বিষয়টি উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের দৃষ্টিগোচর হয়। এরপর মঙ্গলবার সকালে তিনি এবং ইউএনও রাশিদা আক্তার আঁখির বাড়িতে গিয়ে তাকে একটি হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান করেন। হুইল চেয়ারে করে ১৫বছর পর ঘর থেকে বাইরের আলোতে বের হয়ে আবেগ-আপ্লুত হয়ে উঠে আঁখি। এতদিন পর সূর্যের আলোর দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়ে সে। তার কান্নায় অশ্রু জমে উপস্থিত সকলের চোখের কোণে।

উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, সোশাল মিডিয়ায় বিষয়টি জানার পরেই তাৎক্ষণিক তার খোঁজখবর নিয়েছি। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আঁখি ও তার পরিবার কে সহায়তা করা হবে৷

শেয়ার