জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি পরীক্ষা। প্রতিদিন হাজার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অবিভাবকে মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর এ ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে গড়ে উঠেছে শ’খানেক অস্থায়ী খাবারের দোকান।
অস্থায়ী খাবারের এ দোকানগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছেন অনেকে। ইচ্ছেমত খাবারের দাম রাখা, বাসি খাবার বিক্রি, ক্রেতাদের সাথে খারাপ আচরণসহ নানা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
অস্থায়ী দোকানগুলোতে নিজেদের খেয়াল খুশিমত দাম রেখেই চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে গড়ে উঠা প্রতিটি দোকানে মূল্যতালিকা রাখার নির্দেশনা থাকলেও তা মানছেনা কেউ।
খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে আসা এক ভর্তিচ্ছুর অবিভাবক ইয়াসমিন জাহান বাণিজ্য প্রতিদিনকে জানান, ‘খাবারের মান জঘণ্য ছিলো। দামও ছিলো অস্বাভবিক বেশি। তারা দুই লিটার পানির বোতলের দাম ১০ টাকা বেশি রেখেছে।’
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি প্লেট তেহেরীর দাম রাখছে ১৫০ টাকা, এক পিচ ব্রয়লার মুরগী ৮০ টাকা, বিরিয়ানী ১৮০ টাকা। যা স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি। পানির দাম লিটার প্রতি পাঁচ থেকে দশ টাকা বেশি রাখা হচ্ছে।
খাবারের দাম অতিরিক্ত রাখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বটতলার খাবার হোটেল গুলোতেও। বিশেষ করে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অবিভাবকদের পেলেই বিশ্ববিদ্যালয়ের দেয়া মূল্য তালিকার তোয়াক্কা করেননা তারা।
এ বিষয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর অবিভাবক মো.তাফাজ্জ্বল হোসেন জানান, ‘দোকানে মূল্যতালিকা ছিলো কিন্তু হিসেব করে দেখলাম তারা আমার থেকে সে অনুযায়ী দাম রাখেনি। তাদের কে জিজ্ঞেস করলেও তারা বলে এ সময় সব কিছু্রই দাম বেশি।’
তবে বটতলার দোকানিরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের দেয়া বহিরাগতদের জন্য মূল্য তালিকা অনুযায়ী দাম রাখছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলা খাবার হোটেলের মূল্য নির্ধারণ কমিটির দায়িত্বে থাকা
আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষক মো. ইফতিখার উদ্দিন ভূঁইয়া বলেন,‘আমরা এ বিষয়ে সচেতন। আমরা নিয়মিত তদারকি করছি। কারো বিরুদ্ধে প্রমাণ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিবো। ‘
অস্থায়ী খাবারের দোকানগুলোতে নিজেদের খেয়াল খুশি মতো দাম রাখা নিয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী দোকানগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এস্টেট অফিসের সহকারী রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুল বলেন, আমরা কোন অভিযোগ পাইনি। আপনার মাধ্যমেই শুনলাম। মূল্য তালিকা প্রতিটি দোকানিকে দেওয়া হয়েছে। তালিকায় যে পরিমাণ মূল্য দেওয়া সেই পরিমাণ মূল্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও যদি কেউ অমান্য করে নিজের খেয়াল খুশিমতো দাম রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল আমাদের টিমকে তদারকি করতে পাঠাবো।