নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কর্তৃপক্ষ যেদিন আদেশ দিবেন সেদিন নীলফামারী জেলায় যোগদান করবো। ততদিন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে যাবো।