Top

ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি গ্রেপ্তার

০৬ আগস্ট, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি গ্রেপ্তার
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

গৃহবধু ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পালাতক আসামী মমিনুল ইসলাম বাবু মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে নগরীর লালবাগ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশির আহামেদ স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৭ সালের ২৬ মে রংপুর নগরীর তাজহাট টিবি হাসপাতাল এলাকার এক গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে নিয়ে গিয়ে খামার এলাকার সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এসময় গৃহবধূ চিৎকারে লোকজন এগিয়ে এসে আসাদুল নামে একজন আটক করে পুলিশে দেয়। এসময় বাকি দুই জন পালিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধু বাদি হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। মামলা দায়েরের পর থেকে আসামী বাবু মিয়া পালাতক ছিলো।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের অক্টোবর মাসে আসামী মমিনুল ইসলাম বাবু মিয়াকে প্রধান করে তিন জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার অপর দুই আসামী হলেন, আসাদুল ইসলাম ও রঞ্জু মিয়।

দীর্ঘ ১৫ বছর মামলাটির বিচারকার্য চলারপর গত চলতি বছরের ২৬ জুন বিচারক আসামী মমিনুল ইসলাম বাবু মিয়া, আসাদুল ইসলাম এবং রঞ্জু মিয়াকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান ঘোষনা করেন।

রায় ঘোষনার সময় আসামী আসাদুল ইসলাম ও রঞ্জু মিয় আিদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামী মমিনুল ইসলাম বাবু মিয়া পলাতক ছিল।

মামলার রায় ঘোষনার পর থেকেই প্রধান আসামী বাবু মিয়া বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে শুক্রবার তাকে গ্রেফতার করে। আসামী বাবুর নামে ডাকাতির, চুরি ও মাদক মামালার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

 

শেয়ার