Top

জেলা প্রশাসন ও জেলা পরিষদ ঠেলাঠেলি: পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজ বন্ধ

০৭ আগস্ট, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
জেলা প্রশাসন ও জেলা পরিষদ ঠেলাঠেলি: পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজ বন্ধ
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

জেলা প্রশাসন ও জেলা পরিষদের ঠেলাঠেলিতে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবনের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। পাসপোর্ট ভবন নির্মাণের জন্য হস্তান্তরিত স্থান জেলা পরিষদের জায়গা দাবি করে জেলা পরিষদ আদালতে মামলা ঠুকে দিয়েছেন। ফলে ভবন নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে।

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (সদ্য বান্দরবনে বদলীকৃত) মো. শওকত কামাল ভবন নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশি ঐ জায়গা জেলা পরিষদের দাবি করে আদালতে মামলা দায়ের করায় ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। তাই চলতি বছর ডিসেম্বরের মধ্যে ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছেনা।

এব্যাপারে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি মুহ. সাদেক কুরাইশি মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, এই জমি জেলা পরিষদের। অথচ জমি হস্তান্তরের সময় আমাদের কোন মতামত নেওয়া হয়নি। মালিকানা স্বীকার করে অবশ্যই জমির মূল্য বাবদ প্রাপ্ত টাকা জেলা পরিষদের খাতে জমা করতে হবে। তবেই উন্নয়নের স্বার্থে পাসপোর্ট ভবন নির্মাণ কাজ হবে।

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, সর্বশেষ জরিপ অর্থাৎ এসএ খতিয়ান অনুযায়ী এই জমি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। বিদ্যমান প্রচলিত আইন অনুযায়ী এই জমির নিয়ন্ত্রক জেলা কালেক্টরেট। এরই ভিত্তিতে অতীতে একই খতিয়ান ও দাগ নম্বর থেকে শিল্পকলা একাডেমি, জেলা নির্বাচন অফিস ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবন নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয়ের অনুমতিক্রমে সরকার নির্ধারিত টাকা জমা নিয়ে জমি বুঝিয়ে দেয়। পাসপোর্ট ভবন নির্মাণের জন্য একই ভাবে জমি দেওয়া হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, সরকারের উন্নয়ন কাজ থেমে থাকবেনা। তিনি বিষয়টি সম্পর্কে জানেন। তিনি সব ব্যবস্থা নিয়েছেন। কয়েক দিনের মধ্যে পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন নির্মাণ কাজ আবার শুরু হবে।

প্রসঙ্গত, টাঙ্গন নদীর পাড়ে জেলা শিল্পকলা একাডেমি ভবনের সামনে ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উত্তর পাশে ৫ তলা ভিত্তির উপর ৩ তলা বিশিষ্ট পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু হয়। এর চুক্তিমূল্য প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা।

 

শেয়ার