Top

টিকাপ্রাপ্তিতে ব্যাংকাররাও অগ্রাধিকার পাচ্ছেন

২২ জানুয়ারি, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
টিকাপ্রাপ্তিতে ব্যাংকাররাও অগ্রাধিকার পাচ্ছেন

ইতোমধ্যেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি দিয়ে সম্মুখসারির ব্যাংক কর্মকর্তা- কর্মচারীদের তালিকাও চেয়েছে

কোভিড-১৯ বিস্তার ঠেকাতে সরকারি টিকাদান কর্মসূচিতে ব্যাংকারদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইতোপূর্বে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান এক ঘোষণা সম্মুখভাগের কর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান। এরপর ব্যাংকারদেরও সেই তালিকাভুক্ত করা হলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা সূত্রে জানা গেছে এতথ্য।

ইতোমধ্যেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি দিয়ে সম্মুখসারির ব্যাংক কর্মকর্তা- কর্মচারীদের তালিকাও চেয়েছে।  কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং আইন এবং নীতিমালা বিভাগ (বিআরপিডি) গত ২১ জানুয়ারি এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করে।

নির্দেশনা অনুসারে, ব্যাংকারদের তালিকা ২১ জানুয়ারি বেলা ৩টার মধ্যেই সংশ্লিষ্ট ইমেইল অ্যাড্রেসে পাঠানোর আদেশ দেওয়া হয়।  তবে তালিকা পাঠানোর ক্ষেত্রে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে কলাম কাঠামো অনুসরণ করতে হবে।

শেয়ার