Top

রাত ৮ টার পর বেচাকেনা : চট্টগ্রামে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

০৯ আগস্ট, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
রাত ৮ টার পর বেচাকেনা : চট্টগ্রামে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরীতে রাত ৮টার পর দোকান, শো-রুম খোলা রাখায় পৃথক অভিযানে সুপারশপ স্বপ্ন ও দ্য বাস্কেটসহ ১৬টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে নগরীর চকবাজার, পাঁচলাইশ, কোতোয়ালি, সদরঘাট ও খুলশী থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মদ নগরীর চকবাজার ও পাঁচলাইশ এলাকায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কোতোয়ালি ও সদরঘাট থানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় রাত ৮টার পর দোকান খোলা রাখার কারণে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী চকবাজার এলাকার টর্ক নামে বাইক সরঞ্জামের একটি দোকানকে ৫ হাজার টাকা, গোলপাহাড় ও প্রবর্তক মোড় এলাকায় বাটা শোরুমে ১০ হাজার টাকা, স্যামসাং শোরুমে ৫ হাজার টাকা, জিইসি মোড়ের প্রসাধনী দোকানকে ২ হাজার টাকা ও মেট্রোপল কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা, ইমা করপোরেশনকে ১০ হাজার টাকা, স্মার্ট ক্যাপকে ১০ হাজার টাকা, নাজমা গার্মেন্টসকে ২ হাজার টাকা, নিউ আঁখি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নগরীর খুলশী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় স্বপ্ন সুপার শপের দায়িত্বরত মিজান খানকে ১০ হাজার টাকা, দ্যা বাস্কেট দক্ষিণ খুলশী, মো. নিজাম উদ্দিনকে ১০ হাজার টাকা, দুরন্ত গ্যালারি মো. হৃদয়কে ২ হাজার টাকা, বেস্ট বাই এর মাহমুদকে ৩ হাজার টাকা, জি পি ডেকোরেটার্সের তপন চৌধুরীকে ২ হাজার টাকা, বিলাসী ড্রাই ক্লিনার্স এর আহমেদ সালাউদ্দিন সাজ্জাদকে ১ হাজার টাকা, সালমান কেইন ফার্নিচার এর মো জালালকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও বিভিন্ন ধরনের দোকান ও বিপনী-বিতান রাত ৮টার পর বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়। তিনটি অভিযানে ১৬টি মামলায় মোট ৮৮ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শেয়ার