Top

দামে বেশি-ওজনে কারচুপি : জরিমানা গুনল ৯ ফিলিং স্টেশন

১০ আগস্ট, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
দামে বেশি-ওজনে কারচুপি : জরিমানা গুনল ৯ ফিলিং স্টেশন
চট্টগ্রাম প্রতিনিধি :

অনিয়ম, ওজনে কারচুপি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চট্টগ্রাম নগরীর ৯ ফিলিং স্টেশনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক দুই নম্বর গেইট ও চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে খান অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, ফসিল পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা, কর্ণফুলী ফিলিং স্টেশন বাকলিয়াকে ২০ হাজার টাকা, মীর ফিলিং স্টেশন বাকলিয়াকে ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা নগরীর নাসিরাবাদ ও প্রবর্তক এলাকায় অভিযান চালিয়ে আলহাজ্ব ফয়েজ আহমেদ অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা, বাদশা মিয়া ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস টাইগারপাস, ডিটি রোড, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে রিফুয়েলিং স্টেশন ইউনিট-১ কে ৫০ হাজার টাকা, নূর এ মদিনা সিএনজি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি, ওজনে কম দেওয়া, লাইসেন্স না থাকা, জ্বালানি তেলের মান নিয়ে অভিযোগ থাকায় আজ নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়। এছাড়া ফিলিং স্টেশন প্রতিষ্ঠায় জেলা প্রশাসকের কার্যালয়ের অনাপত্তিপত্র, বিষ্ফোরক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স প্রয়োজন হলেও সরেজমিনে গিয়ে অনেকেরই এসব পাওয়া যায়নি। তাই তাদের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

শেয়ার