রংপুর সিটি করপোরেশনের পানি শাখার এক নারী কর্মকর্তাকে হোয়াটস এ্যাপে আপত্তিকর ম্যাসেস দেয়ায় অভিযোগে নগর ভবনের যান্ত্রিক শাখার প্রধান সাজ্জাদুর রহমানকে বুধবার সাময়িক বহিস্কার করা হয়েছে।
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা নিজেই। রংপুর সিটি করপোরেশনে উপস্থিত সাংবাদিকদের মেয়র জানান, সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার প্রধান সাজ্জাদুর রহমান তার মোবাইল ফোন থেকে পানি শাখার কর্মকর্তা অঞ্জনা রানীকে আপত্তিকর ম্যাসেস দেয়ার অভিযোগ ওঠেছে।
এ নিয়ে সেখানে অঞ্জনা রানীর আত্বীয়-স্বজনদের সাথে যান্ত্রিক শাখার প্রধান সাজ্জাদুর রহমানের অনাকাংখিত ঘটনাও ঘটে। বিষয়টি আমার কাছে আসলে আমি অভিযুক্ত সাজ্জাদ এবং ওই নারী কর্মকর্তার পক্ষের লোকজনকে নিয়ে বৈঠকে বসি। বৈঠকে সাজ্জাদ নিজের দায় স্বিকার করেছেন।
মেয়র মোস্তফা জানান, যেহেতু সাজ্জাদুর রহমান নিজের দায় স্বিকার করেছেন তাই তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তাকে চিঠি দেয়া হবে। এছাড়াও ঘটনা তদন্তর জন্য সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল
হাসান মৃধাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অপর দুই জন সদস্য হলেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী ও সাধারণ শাখার প্রধান নাঈম হোসেন। তাদের আগামী ১৫ কার্যদিবসে প্রতিবেদন দিলে
সেটা মন্ত্রনালয়ে পাঠানো হবে। মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদুর রহমান বলেন, আমি ম্যাসেজ দিয়েছি ঠিক আছে। কিন্তু আপত্তিকর নয়। বহিস্কারের চিঠি এখনো পাইনি বলে জানান তিনি।