Top

খানসামায় সাইকেল চোর আটক

১১ আগস্ট, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
খানসামায় সাইকেল চোর আটক
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলায় সাইকেল চুরি করতে গিয়ে সোহেল রানা (২৫) নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।

আটক চোর সোহেলের বাড়ি পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলায়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে স্কুল হলরুমে অভিভাবক সমাবেশ চলাকালীন সময়ে অভিভাবক ছদ্মবেশে স্কুলে প্রবেশ করে সোহেল রানা। পরে সে সাইকেল নিয়ে বের হয়ে যেতে ধরলে ওই স্কুলের নৈশপ্রহরী আরাফাত রহমান তাকে দেখতে পেয়ে থামতে বললে ঐ চোর জোরে সাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে ৷ এইসময় নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন তাকে আটক করে আংগারপাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে থানা পুলিশ চোর সোহেলকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, চুরি, ছিনতাই ও অপরাধ দমনে সকলের সচেতনতা জরুরী। সকলের সহযোগিতা পেলে অবশ্যই খানসামা উপজেলা অপরাধমুক্ত হবে। এইজন্য থানা পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।

শেয়ার