Top

আনোয়ারায় অর্ধশত পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা

১২ আগস্ট, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
আনোয়ারায় অর্ধশত পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা
ফরহাদুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম) :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন হাজীগাঁও গ্রামে অন্তত অর্ধশত পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করতে চাই উপজেলা প্রশাসন। এর মধ্যে রাস্তা সংস্কার করতে গেলে বাঁধা দিয়েছে প্রশাসন। এছাড়াও সড়কের সংস্কার কাজ করার সময় সংর্ঘষের ঘটনাও ঘটেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে হাজীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে স্থানীয়দের সাথে দীর্ঘদিন ধরে তাদের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয়রা চলাচলের রাস্তাটি দলিলে তাদের পূর্ব পুরুষের দাবী করলেও স্কুৃল কর্তৃপক্ষ বলছে রাস্তাটি স্কুলের নিজস্ব ভূমি। যার ফলে স্থানীয়রা সড়কটি সংস্কার করতে গেলে প্রশাসনের সাথে বাঁধে বিরোধ। স্থানীয়দের দাবি স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাদের সড়ক পথটি স্থায়ীভাবে বন্ধ করতে চাই উপজেলা প্রশাসন। সড়কটি নিয়ে এর মধ্যে মামলা গড়ায় আদালতে।যা পটিয়া আদালতে চলমান রয়েছে। যার মামলা নং ৩৯০/২০২১।

মামলা সূত্রে জানা যায়, হাজীগাঁও মৌজার আর, এস জরীপের ৩৪৬ নং খতিয়ানের আর,এস ২৮৯ দাগ সম্পূর্ণ ১৩শতক যাহা বর্তামান বিএস জরিপ ১নং খতিয়ানের বিএস ৭০৫, ৭০৮ দাগগুলি মোট ৬, ০৭ শতক যা বাদীগনের চলাচল পথ ভূমি বিরোধ হয়। মামলার সেলিম উল্লাহ গং বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গংকে বিবাদী করে ২১সালে মামলাটি জারি করা হয়। জানা যায়, মামলা চলমান অবস্থায় চলাচলের পথটি নিয়ে আদালত থেকে একটি কমিশন গঠন হয়। কমিশন গত ২ই মার্চ সরেজমিন তদন্তে প্রতিবেদনে জানায়, নালিশী ভূমিতে স্থিত হাজীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণে চলাচল রাস্তা আছে। উক্ত চলাচল রাস্তা উত্তর দক্ষিণ প্রস্থ ১১ ফুট স্থিত আছে। চলাচল রাস্তা সংলগ্ন দক্ষিণে উত্তর দক্ষিণ ৫ ফুট প্রস্থ বিশিষ্ট পুকুর পাড় আছে।

সেলিম উল্লাহ গং এর দাবি, স্কুল ভূমি দাগ হচ্ছে ২৮৭ বিরোধী চলাচল রাস্তাটি হচ্ছে ২৮৯। ২৮৯ দাগ যা সিটে চলাচলের রাস্তা হিসেবে চিহ্নিত। তাহলে তাদের সর্বসকলের পূর্বপুরুষের যাথাযাতের চলাচল পথটি প্রশাসন কেন বন্ধ করতে চাই। প্রশাসনের বক্তব্য অনুযায়ী এটি যদি সরকারি খাস ভূমি তাহলে সিটে এটি চলাচলের রাস্তা হিসেবে চিহ্নিত কেন। এই নিয়ে গত ২৫ মে জেলা প্রশাসন বরাবর চলাচলের রাস্তা অক্ষুণ্ণ রাখতে একটি অভিযোগ দায়ের করেন সেলিম উল্লাহ গং। সেখানে তারা উল্লেখ করেন, ২৮৯নং দাগে পূর্বপুরুষের মৌলনা মনির আহমদ গং এর নামে স্পষ্ট রয়েছে। স্কুলের জন্য তারা জায়গা ছেড়ে দিলেও স্কুলের নামে অর্ধশত পরিবারের চলাচলের জায়গাটি দখলে নিতে চাই কর্তৃপক্ষ। বর্তমানে বিদ্যালয়ের সিঁড়িটি পশ্চিম পাশ থেকে কেটে পূর্ব পাশ্বে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাহা হলে পুরো রাস্তাটি বন্ধ হয়ে যাবে। কিছু কুচক্রী মহলের ইন্ধনে স্থানীয় ও প্রশাসনের মাঝে রক্তক্ষয়ে সংঘর্ষ তৈরী করার জন্য এই কাজ করেছে বলে মনে করছেন তারা।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহম্মেদ বলেন, জায়গাটি স্কুলের না হলেও এটি সরকারি খাস জমি। এটির উপর তাদের মামলা চলমান রয়েছে তারা তো এখনো মামলার রায় পায়নি। জায়গাটি তারা দখল করতে পায়তারা চালাচ্ছে। আমরা খাসজমি দখলমুক্ত রাখতে সবসময় অবগত থাকব।

শেয়ার