গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং স্বল্প সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করতে বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড মোবাইল অ্যাপের কার্যক্রম শুরু করেছে। সোমবার থেকে বিডি ট্যাক্স অ্যাপ কার্যক্রম শুরু করেছে।
করদাতারা চাইলে গুগলপ্লে স্টোর থেকে বিডি ট্যাক্স অ্যাপ ডাউনলোড করে ঘরে বসেই নিরাপদে ও স্বল্পসময়ে সেবা গ্রহন করতে পারবে। বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড ব্যাবস্থাপনা পরিচালক ,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানমেজর মোহাম্মদ আলী (অব.) জানান, গ্রাহকরা থ্রি স্টেপ প্রসেসের মাধ্যমে তাদের বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের কাজটি সম্পন্ন করতে পারবেন।
মোবাইল অ্যাপে লগইন করে খুব সহজে তাদের আয়কর রিটার্ন সম্পর্কিত ডকুমেন্ট আপলোডের মাধ্যমে বিডি ট্যাক্সে পাঠিয়ে দিবে, বিডি ট্যাক্সের এক্সপার্ট টীম ডকুমেন্ট অনুসারে আয়কর রিটার্ন প্রস্তুত করে গ্রাহকের নির্দিষ্ট কর সার্কেলে দাখিল করবে,আয়কর রিটার্নের প্রাপ্তিস্বীকারপত্র গ্রাহকের একাউন্টে আপলোড এবং কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। নতুন এই সার্ভিস সেবাটি বর্তমানে ঢাকা ও চট্রগ্রাম সিটির করদাতারা গ্রহন করতে পারবে।
পর্যায়ক্রমে দেশের সকল বিভাগ ও জেলায় এ সেবা চালু করা হবে২০১৫ সালে যাত্রা শুরু করা পতিষ্ঠানটি ইতিমধ্যে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক আইসিটি এ্যালায়েন্স অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন ও ফিন্যান্স অ্যান্ড একাউন্টিং সল্যুশন ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেনএছাড়াও বাংলাদেশ স্টারটাপ অ্যাওয়ার্ড ২০১৭,ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০১৭,বেসিস অ্যাওয়ার্ড ২০১৫ অর্জন করে।