Top

কুড়িগ্রামে দু’দফা বন্যার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের

১৪ আগস্ট, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
কুড়িগ্রামে দু’দফা বন্যার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে প্রতিবছর ব্যাপক পরিসরে উৎপাদন হয় বিভিন্ন প্রকার সবজি। কৃষকদের আবাদকৃত এসব সবজি এখানকার চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। তেমনি একটি সবজি চাষের গ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝার। এখানকার মাটি সবজি চাষের উপযোগী হওয়ায় প্রতিবছর লাউ, ঝিঙা, পটল, করলা, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজির ব্যাপক উৎপাদন হয় এখানে।

তবে এবার বন্যায় সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তার পরেও চাষীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলায় ৮০ হাজার কৃষকের আমন বীজতলা ৩১২ হেক্টর, আউশ ২ হাজার ৫শ হেক্টর,পাট ৩ হাজার ৮শত হেক্টর, তিল ১১৪ হেক্টর,শাক সব্জি ১হাজার ৬শ হেক্টর,কাউন ১৮ হেক্টর, কলা ৪০ হেক্টর, ভুট্টা ৭৫ হেক্টর, মরিচ ১৫৪ হেক্টর,আদাঁ ১৪ হেক্টর ও হলুদ ১০ হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়ে প্রায় ১২৭কোটি ৫৪ লক্ষ টাকা।

তাদের অভিযোগ এতো ক্ষয়ক্ষতি হওয়ার পরেও সরকারি প্রনোদনা তো দূরের কথা মাঠ পর্যায়ে ঠিকমত পরামর্শ পাচ্ছেন না তারা।

সদরের মোগল বাসা ইউনিয়নের সিতাই ঝাড় গ্রামের কৃষক তাজুল মিয়া বলেন, বন্যায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কৃষি অফিসের লোকজন আজ পর্যন্ত আসে নাই। তাই নিজে নিজে চেষ্টা করছি। কিছু দেক বা না দেক পরামর্শ দিলেই তো আমাদের অনেক উপকার হতো।

ওই গ্রামের জাহাঙ্গীর আলম নামের আরও এক কৃষক বলেন, আমি বিভিন্ন প্রকার সবজি চাষ করেই চলি। এবছর আমার পটল, ভুট্টা ও গোমের ক্ষয়ক্ষতি হয়েছে। এতো ক্ষতি হওয়ার পরেও কোন প্রকার সহযোগিতা পাই নাই। আমরা দেখছি তো যারা সহয়তা পাওয়ার কথা তারা পায় না।

কৃষক মোফাজ্জল হোসেন বলেন, ফসল পোকা ধরছে অথবা বীজ ঠিকমত গজায় না এব্যাপারে আমাদের ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী অফিসারের সাথে যোগাযোগ করা হলে সে ফোন ধরে না এলাকায় মাসেও একদিন আসে না। সেজন্য বাধ্য হয়ে আমরা নিজেরাই নিজেদের মত করে ফসল ফলাই।

এব্যাপারে সদরের সিতেইঝার ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোস্তাফিজার রহমান বলেন, আমি নিয়মিত কৃষকের সাথে যোগাযোগ রাখি। দুই দফা বন্যায় তাদের ফসলের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা জানান তিনি।

শেয়ার