Top

প্রতিবেশীকে খুন করে চট্টগ্রামে আত্মগোপন : র‌্যাবের জালে মা বাবা ছেলে

১৪ আগস্ট, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
প্রতিবেশীকে খুন করে চট্টগ্রামে আত্মগোপন : র‌্যাবের জালে মা বাবা ছেলে
চট্টগ্রাম প্রতিনিধি :

২০ বছরের কিশোর নাহিদ হোসেন ঘরে সাউন্ড বক্স লাগিয়ে উচ্চশব্দে গান শুনছিলো। পাশের ঘরে গর্ভবতী নারী থাকায় সেই ঘরের কর্তা মুকুল আলী (৪৫) আসলেন গানের সাউন্ড কমানোর অনুরোধ করতে। ওই বিষয়কেই কেন্দ্র করে গান শোনা সেই কিশোর ও কিশোরের বাবা-মায়ের সঙ্গে তর্কে জড়ায় প্রতিবেশী গর্ভবতী নারীর পিতা। সেই তর্কের জের ধরে তাদের হাতে খুন হন মুকুল আলী।

এমন ঠুনকো বিষয় নিয়ে খুনের ঘটনাটি ঘটে গত ১ আগস্ট রাজশাহীতে। পরে সেখান থেকে পালিয়ে চট্টগ্রামে আত্মগোপন করলেও শেষ রক্ষা হয়নি কিশোর নাহিদ হোসেন ও তার পরিবারের।

শনিবার (১৩ আগস্ট) বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাদামবিবিরহাট এলাকা থেকে অভিযান চালিয়ে নাহিদ হোসেন, নাহিদের পিতা বকুল আলী(৪৫) ও মা আমেনাকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ এর একটি দল।

রোববার (১৪ আগস্ট) চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব ৭ এর অধিনায়ক কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, ‘মুকুল আলীকে হত্যার পর গ্রেপ্তার এড়াতে তারা চট্টগ্রামের সীতাকুণ্ড চলে আসে। সেখানে উত্তর সলিমপুরে তারা একটা বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। বাপ-ছেলে দুজনে রাজমিস্ত্রী হিসেবে কাজ করতো।’

গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রাজশাহীর শাহ মখদুম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যোগ করেন র‍্যাব অধিনায়ক কর্নেল এম এ ইউসুফ।

শেয়ার