কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবা,গাজা ও ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। রোববার (১৪ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (১৩ আগষ্ট) রাত ১০টার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাটেরকুটি গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ শামীম মন্ডল ও তার স্ত্রী মোছাঃ মুক্তা বেগম।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের দিক নির্দেশনায় উপ পরিদর্শন (এসআই) সৈয়দ নাজিম মিয়া ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ১৫০ গ্রাম গাঁজা,৭পিচ ইয়াবা ও ৫ বোতল ফেন্সীডিল উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মাদকদ্রব্যসহ আটক দু-জনকে রোববার কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।