কুড়িগ্রামের চিলমারীতে সিএনজি চালকরা অপশন করে চিলমারী হতে কুড়িগ্রাম-রংপুর রুটে সিএনজি চলাচলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করেছে।
সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ মোখলেছুর রহমান জানান, গত ৮ আগষ্ট, ২০২২ তারিখ সকালে চিলমারী উপজেলার রমনা ঘাট হতে বিভিন্ন স্থানের উদ্যেশ্যে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল শুরু করলে উলিপুর উপজেলায় জিএস (মাহেন্দ্র) গাড়ি মালিক সমিতি গাড়ীগুলো থামিয়ে যাত্রী নামিয়ে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, গাড়ী ভাংচুর ও চাকা কেটে দেন।
বিষয়টি উভয় পক্ষের মধ্যে আলোচনা করে মিমাংসা করতে ব্যর্থ হন। জিএস (মাহেন্দ্র) গাড়ীর মালিকগণ উলিপুর উপজেলার উপর দিয়ে সিএনজি চলাচলে বাঁধা প্রয়োগ করে।
এতে চিলমারী উপজেলার প্রায় ২৫/৩০টি সিএনজি গাড়ীর চালক শ্রমিক অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। ঐদিন থেকে তারা সিএনজি চলাচলের দাবীতে অনশন কর্মসূচি পালন করেন। চিরমারী-উলিপুর রুটে জিএস চলাচল বন্ধ থাকায় যাত্রীসাধারণও সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
এদিকে রবিবার বিকেলে চিলমারী হতে উলিপুর, কুড়িগ্রাম, রংপুর রুটে সিএনজি চলাচলের দাবীতে চিলমারী উপজেলার সিএনজি চালক মালিকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করেন। এসময় বক্তব্য রাখেন, সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুল ইসলাম, আব্দুল মোমেন মিলন, রাশেদ, ফুল মিয়া ও সু রুজ্জামান প্রমুখ। তারা ২৪ ঘন্টার মধ্যে চিলমারী হতে সিএনজি চলাচলের জন্য জোড় দাবী জানান।