ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ২৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ লাখ ৭৭ হাজার ৭৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৭৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের।
এসকে ট্রিমস ২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা খুলনা পাওয়ার কোম্পানি ১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, দেশবন্ধু পলিমার, ডরিন পাওয়ার, ফাইন ফুডস, জেনেক্স, গ্রামীণ স্কিম-২, ইফাদ অটোস, আইএফআইসি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, কোহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক, এম.এল ডাইং,ন্যাশনাল টিউবস, ওয়াইম্যাক্স, প্রিমিয়ার ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সিঙ্গারবিডি, স্ট্যান্ডার্ড সিরামিক ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।