Top

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে জাতীয় শোক দিবস পালিত
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় :

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি, পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, পঞ্চগড় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পরে ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের প্রতি সম্মাননা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। এছাড়া কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও উন্নত খাবার পরিবেশন করা হয়।

 

শেয়ার