নীলফামারীতে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারী জেলা শ্রমিকলীগ।
সোমবার (১৫ আগষ্ট) সকালে নীলফামারী জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমে, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকিসহ নীলফামারী জেলা শ্রমিকলীগ ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।