Top

অসাধু চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া: বাণিজ্যমন্ত্রী

১৬ আগস্ট, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
অসাধু চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া: বাণিজ্যমন্ত্রী
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানী তেলের দাম বৃদ্ধির সুযোগে চালের দাম বাড়ানো অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দেশে দিন দিন দূর্নীতি বাড়ছে। এটিকে আমাদের প্রতিরোধ করতে হবে। দূর্নীতিগ্রস্থ মানুষের হাতে দেশ চলে যাবে এমন দেশ কখনো চাননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ভাল দেশ চাই, গণতান্ত্রিক পরিবেশ ও সুস্থ্য স্বাভাবিক জীবন চাই।

মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনদের ভ‚মিকা’ শীর্ষক রংপুর বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিপু মুনশি এমপি বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলারের দাম বৃদ্ধির কারণে দেশে এর সুবিধা পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, নীতি-নৈতিকতাকে উপেক্ষা করে বড় পুঁজিওয়ালা ব্যবসায়ীরা মুনাফা ছাড়া আর কিছু দেখে না। তাই ছোট পুঁজিওয়ালা ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে প্রতিযোগিতা কমিশনের আইনগুলো বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। প্রতিযোগিতা কমিশনের আইনে তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন হলে একজন ভোক্তা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবেন। অপরদিকে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে ছোট প্রতিষ্ঠানকে শাসন করাও বন্ধ হয়ে যাবে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. এএফএম মনজুর কাদির, জিএম সালাহ উদ্দিন, নাসরিন বেগম, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। প্রতিযোগিতা কমিশনের এ আয়োজনে রংপুর বিভাগের ৮ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী রংপুর সিটি কর্পোরেশনের ‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এ আয়োজনে উদ্বোধনী আলোচনা শেষে বঙ্গবন্ধু স্মরণে শোকের গান ও কবিতা উৎসব উদযাপিত হয়।

শেয়ার