জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন দিনাজপুরের খানসামা উপজেলার দীনেশ চন্দ্র রায়। তার এই দুর্দশার খবর জানতে পেরে নিজ অর্থায়নে তাকে আধাপাকা বাড়ি তৈরী করে দিয়েছেন খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
এদিকে বাড়ি পেয়ে খুশিতে আবেগ-আপ্লুত দীনেশ ও তার পরিবার।তারা বলছেন এই দুঃসময়ে তাদের পাশে দাড়ানো তাদের জন্য আশীর্বাদস্বরুপ। এজন্য উপজেলা চেয়ারম্যান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দীনেশ ও তার পরিবার। দীনেশের বাড়ি উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় পন্ডিতপাড়ায়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে বাড়িটি ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন ৩নং আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ ও ৮নং ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ।
জানা যায়, পাচঁ সদস্যের পরিবার নিয়ে ভাঙা ও জরাজীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন দীনেশ। এক পর্যায়ে তাদের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়লেও সেখানেই মানবেতর জীবনযাপন করে আসছিলো পরিবারটি। পরবর্তীতে বিষয়টি সোশাল মিডিয়ায় প্রকাশ পেলে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি নিজেই সেখানে ছুটে যান এবং বাড়ি তৈরী করে দেওয়ার আশ্বাস দেন এবং নিজ অর্থায়নে বাড়ি নির্মাণ করে দেন।
উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘বিষয়টি ফেসবুকে জানার পর সাথে সাথেই ছুটে এসেছি এবং খোঁজখবর নিয়েছি এবং নতুন বাড়ি তৈরী করে দিয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও এই আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পরামর্শক্রমে কাজ করে যাচ্ছি।’