২০০৪ সালের ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্ধসঢ়;জু, সহ সভাপতি চাষী এমএ করিম, শেখ বাবুল, এডভোকেট আব্রাহাম লিংকন, সাইদ হাসান লোবানসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় ২০০৪ সালে এ বর্বরোচিত বোমা হামলা ঘটানো হয়েছিল।