সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে শেখ হাসিনা শপথ নিয়েছিলেন ও দেশবাসীর সাথে ওয়াদা করেছিলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি পূরণ করবেন। সে লক্ষ্যকে সামনে রেখে তিনি কাজ করছেন।
রোববার (২১ আগস্ট) লালমনিরহাট জেলার আদিতমারীতে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আদিতমারী উপজেলা শাখা আয়োজিত ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াবার শক্তির নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে এক সময়ের অচেনা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে মর্যাদার আসনে উন্নীত করেছেন।
মন্ত্রী আরও বলেন, ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার কুশীলবরা দেশের উন্নয়নকে চোখে দেখতে পারেনা। তাদের আমলে তারা দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যার্থ হয়েছে। আমাদের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
বিএনপি-জোটের শাসনামলে দেশে ১৮ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছিল। আজ দেশ যখন উন্নত হচ্ছে তখন তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, ষড়যন্ত্রকে প্রতিহত করে ২০২৩ সালের নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নিরঙ্কুশ সংখাগরিষ্ঠতা প্রদান করে দেশ পরিচালনার দায়িত্বে রাখতে হবে।
বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ,কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতাকর্মী ও অঙ্গ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।