সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বলদীপাড়া-হলদিঘর গ্রামবাসীর আন্দোলনের মুখে শতবর্ষী সেই খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত অবশেষে বাতিল করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য নতুন জায়গা খোঁজা হচ্ছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বলদীপাড়া-হলদিঘর গ্রামবাসী যেহেতু ওই মাঠে আশ্রয়ণ প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে একটি বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়েছে, এ কারণে সেখানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত আপাতত বাতিল করা হয়েছে। সরকার ও প্রশাসন জনকল্যাণে কাজ করে, তাই জনদাবীর বিরোধীতা করে কোন কাজ করা ঠিক নয়। মাননিয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে সারাদেশেই ঘর নির্মাণ করা হচ্ছে এখানেও হয়েছে এবং আরো অনেক ঘর নির্মাণ করতে জায়গার প্রয়োজন। তাই সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গার সন্ধ্যান করা হচ্ছে। তবে ওই মাঠ পরিদর্শনে গিয়ে রোববার (২১ আগস্ট) সকালে গ্রামবাসীর সাথে সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলা আইনের গতিতেই চলবে এবং যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিচার আদালত করবেন বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় গ্রেফতারকৃত সাত নারীকে এরই মধ্যে জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত।
উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার বলদিপাড়া-হলদিঘর খেলার মাঠে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানে বিরোধিতা করে আসছিলেন স্থানীয়রা। তারা গাছের গুঁড়ি ফেলে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে বাঁধার সৃষ্টি করেন। রোববার সকালে মাটি ভরাটের জন্য প্রয়োজনীয় লোকবল নিয়ে ব্যারিকেড ভেঙ্গে মাঠে প্রবেশ করতে চাইলে বিরোধিতাকারীরা হামলা
চালিয়ে ইউএনও’র গাড়ী ভাংচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপে সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমানের মাথা ফেটে জখম হয়। অপরদিকে পুলিশের লাঠিচার্জে শিশুসহ ৯ গ্রামবাসী আহত হয়। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ গ্রামবাসীকে আসামি করে
মামলা দায়ের করেন।