চট্টগ্রামের ইপিজেডের একটি ক্লিনিক থেকে সদ্য নবজাতক চুরির ঘটনা ঘটেছে। তবে ২১ ঘণ্টা পার হলেও এখনো ওই নবজাতকের সন্ধান মেলেনি। রোববার বিকেল তিনটার দিকে মমতা মাতৃসদনে এ ঘটনা ঘটে। ওই নবজাতক চট্টগ্রামের আনোয়ারার শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। শুক্রবার (২৬ আগস্ট) রাতে বাচ্চাটির জন্ম হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্স পরিচয়ে এসে টিকা দেয়ার নাম করে বাচ্চাটি চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাচ্চার মা-বাবা। ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহীদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।
ভুক্তভোগীর স্বজনরা জানান, ২৭ আগস্ট সকাল দশটায় মমতা মাতৃসদনে ভর্তি হন গর্ভবতী তাসমিন আক্তার। দুপুর একটার দিকে সিজার অপারেশনের মাধ্যমে ছেলে বাচ্চার জন্ম হয়। রোববার বিকাল ৩টার দিকে মেডিকেলের নার্স পরিচয়ে এক মহিলা এসে বাচ্চাকে টিকা দেয়ার কথা বলে ক্লিনিকের তিনতলা থেকে বাচ্চাসহ বাচ্চার নানীকে ক্লিনিকের নিচে নিয়ে আসেন।
টিকা দেয়ার রুমে ঢুকার আগে বাচ্চার নানীকে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আনতে উপরে পাঠান নার্স পরিচয়ধারী ওই নারী। নানী হাসপাতালের তিনতলায় যাওয়ার সুযোগে ১৩ সেকেন্ডেই বাচ্চাটি চুরি করে নিয়ে যান নার্স পরিচয়ধারী নারী। এরপর অনেক খোঁজাখুজির পর সন্ধ্যার দিকে নিশ্চিত হওয়া যায় নার্স পরিচয়ে নবজাতকটি চুরি হয়েছে।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, নার্স সেজে একজন মহিলা এখানে কীভাবে প্রবেশ করলেন, নিশ্চয়ই হাসপাতালের হাত আছে এ ঘটনায়।
নবজাতকের মামা রায়হান বলেন, শিশুটির সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু নার্স পরিচয়ে অজ্ঞাত এক নারী ক্লিনিকে এসে টিকা দেয়ার কথা বলে নবজাতককে নিয়ে হাসপাতালের নিচতলায় নিয়ে যান। পরে নিচতলায় গিয়ে নার্স ও শিশুটিকে পাওয়া যায়নি। অনেক খোঁজার পর সন্ধ্যার দিকে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় নার্স পরিচয়ে ওই নারী নবজাতককে চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, নার্স সেজে এক নারী মমতা মাতৃসদন ক্লিনিক থেকে একদিন বয়সী নবজাতককে চুরি করেছে, এমনটি দেখা গেছে হাসপাতালের সিসিটিভি ফুটেজে। আমরা ফুটেজটি সংগ্রহ করেছি। ওই নারীকে আটক ও নবজাতককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।