নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী স্টেডিয়ামে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টা পাল্টি সমাবেশের ডাক দেওয়ায় চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকল ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে সদর, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪৪ ধারা বহাল থাকবে বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। এরআগে মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার ১৪৪ ধারা জারি করেন।
জানা গেছে, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊধ্বগতি ও ভোলায় ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের দুই নেতা হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা বিএনপি। বিএনপির এ কর্মসূচীকে প্রতিহত করার হুমকি দিয়ে তাদের সকল ধরনের নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে একইদিন একইস্থানে পাল্টা কর্মসূচী ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। দুই দলের এ পাল্টাপাল্টি সভা সমাবেশকে কেন্দ্র করে আইন শৃংঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে চৌমুহনী পৌর এলাকায় বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
১৪৪ ধারা চলাকালে ওই এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দলের গণ-জমায়াতে, সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, রালি এবং শোভাযাত্রা করতে পারবে না। ৪ জনের অধিক ব্যক্তি একসাথে কোথাও জমায়েত হতে পারবে না। এ আইন অমান্যকারিদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার।