Top

তেল-গ্যাস-গমের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করছে তালেবান

৩১ আগস্ট, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
তেল-গ্যাস-গমের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করছে তালেবান
আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এ চুক্তির আওতায় দেশটি গ্যাস, তেল ও গম আমদানি করবে। আফগান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (৩১ আগস্ট) বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের কর্মকর্তারা এ ব্যাপারে মস্কোতে চূড়ান্ত আলোচনা করেছে। চুক্তির মেয়াদ নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। আফগানিস্তানের অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, কর্মকর্তারা তেল, গ্যাস ও গম আমদানির জন্য আলোচনা করেছেন।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি বলেছেন, রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে রাশিয়ার সরবরাহের বিপরীতে কীভাবে অর্থ পরিশোধ করা হবে সে ব্যাপারেও আলোচনা হয়।

আজিজ বলেন, তৃতীয় একটি দেশের মাধ্যমে অর্থ পরিশোধ করা হবে। তবে কোন দেশের মাধ্যমে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

জানা গেছে, আগে থেকেই রাশিয়ার পণ্য আমদানি করছে আফগানিস্তান। বিশেষ করে তেল ও খাদ্য। দেশ দুইটির মধ্যে বার্ষিক ২০ কোটি ডলারের বাণিজ্য হচ্ছে।

শেয়ার