কুড়িগ্রামের চিলমারীতে থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও জুয়া বিরোধী বিশেষ অভিযানে জুয়া খেলা অবস্থায় ১০জুয়াড়ি কে আটক করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম একটি প্লাস্টিকের পাটি, নগত ৮৬২০টা ও ৮টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
আটকের তথ্য নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল রমনা ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের দেলদার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০জনকে আটক করা হয়েছে।
ওসি আরো জানান, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও জুয়া বিরোধী বিশেষ অভিযানে এই দশজনকে আটক করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, জয়নাল আবেদীন (৪৭), ফুলমিয়া ওরফে হাসান (৪৩), হুমায়ুন কবির (৫০), সাইফুল ইসলাম (৫৫), হিরু মিয়া (৫০), তৌহিদুল ইসলাম (৪১), আবু সাইদ (৫০), মোস্তফা কামাল (৪৩), টুটুল হোসেন (৫০) এবং দেলদাল আলী (৪৭)। এরা সবাই রমনা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত রমনা ইউনিয়নের জোড়্গাছ বাজারে থানা পুলিশের বিশেষ দল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামে দেলদার এর বাড়িতে জুয়ার আসর বসেছে এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে গিয়ে জুয়া খেলা অবস্থায় রাত ৩টার দিকে ১০জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়ছে। এসময় এসময় জুয়া খেলার সরঞ্জাম একটি প্লাস্টিকের পাটি, নগত ৮৬২০টা ও ৮টি মোবাইল সেট জব্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।