Top

গরম তেল নিক্ষিপে ঝলসে দিয়েছে গৃহবধূকে, স্বামী আটক

০৩ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
গরম তেল নিক্ষিপে ঝলসে দিয়েছে গৃহবধূকে, স্বামী আটক
নিজস্ব প্রতিনিধি, :

স্বামী ও শশুর বাড়ির লোকজনের নিক্ষিপ্ত গরম তেলে ঝলসে গেছে লাবনী খাতুন (২২) নামের এক গৃহবধূর শরীর। আহত লাবনীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাপাতালে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনকে আটক করা হয়েছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌর এলাকা জোনাইডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। উলিপুর থানার সহকারি পরিদর্শক মশিউর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের বাবলু মিয়ার মেয়ে লাবনী খাতুনের সাথে প্রায় ১০ বছর আগে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের মনসুর আলীর পুত্র সুজনের বিয়ে হয়। এই দম্পতির সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

লাবনীর পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লাবনীকে নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। শারীরিক নির্যাতনের পরও লাবনী তার এক মাত্র সন্তানের কথা ভেবে মাটি কামড়ে ধরে শশুর বাড়িতে ছিল। গত বুধবার সকালে বাক বিতণ্ডার এক পর্যায়ে স্বামী ও শাশুড়ি মিলে গরম তেল নিক্ষেপ করে লাবলীর শরীর ঝলসে দিয়েছে। এসময় সে যেন কাউকে খবর দিতে না পারে এবং চিকিৎসা না হয় সেজন্য তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

ঘটনার তিন দিন পর শুক্রবার নির্যাতনের শিকার লাবনী নির্যাতনের খবর পরিবারকে জানাতে সক্ষম হয়। খবর পেয়ে লাবনির খালা তাৎক্ষণিক ওই বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে এবং বিষয়টি উলিপুর থানাকে অবহিত করে । এরপর উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাবনীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত স্বামীকে আটক করে।এ ঘটনায় লাবনীর মা রাশেদা বেগম বাদী হয়ে থানায় মামল দায়ের করেছেন ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায় করা হয়েছে।

শেয়ার