Top

ক্ষমা করো মা

০৮ সেপ্টেম্বর, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
ক্ষমা করো মা
আল-আমিন শিবলী :

আমার এই কবিতা দিলাম মাগো তোমার চরণে
শত কষ্ট হয়েছিল আমাকে তোমার গর্ভে ধারণে।
ভেসে উঠে অশ্রু নয়নে সেসব স্মৃতির মালা;-
না জানি মা, তোমাকে দিয়েছি কত কষ্ট জ্বালা॥

জীবন্ত মানুষের ভিড়ে তোমায় রেখেছিলাম অর্ধমৃত করে
প্রসব বেদনায় তোমার দু’চোখ ছিলো জমাট অশ্রু ভরে
ব্যথায় কেঁদেও ক্লান্ত হওনি মমতায় রেখেছ আপন করে॥

অনুক্ষণের সেই নিষ্ঠুরতার কথা ভেবে
মাগো, আজ আমি মরি বিহনে বিহনে।
এমন প্রীতিমাখা আঁধার রাত্রিও;—
ঘুম আসে না আমার শান্ত দু’নয়নে॥

মাগো এই বিরহে রাত্রি বেলা;—
আজ কেনো আমার মন হয় উতলা?
ক্ষমা চাই মাগো তোমার দু’ চরণে
হাত ভুলিয়ে দাওগো মা, রাখি যেনো চিরস্মরণে॥

শেয়ার