মাদক বিরোধী অভিযানে ১কেজি ১১২ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার রাতে জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ শনিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা অভিযান চালিয়ে ১ কেজি ১২০ গ্রাম হেরোইনসহ রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার উজানপাড়া বাইপাস এলাকার গোলচেহেরা বেগম ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারী এলাকার রোজিনা বেগমকে গ্রেফতার করে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে রাজশাহী থেকে প্রতি সপ্তাহে হেরোইন নিয়ে রংপুরে এসে বিক্রি করে
বলে র্যাব জানায়। এই দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।