পঞ্চগড়ে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় ফারুক হোসেন (৩২) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় করতোয়া নদীতে এ ঘটনাটি ঘটে। তার বাড়ি ময়নাগুড়ি গ্রামে। সে ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, ফারুকসহ ৮ জনের একটি দল করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যায়। নদীর কিনারায় ডুব দিয়ে পাথর তোলার সময় মাটি চাপা পড়ে ডুবে যায়। ফারুক উপরে না উঠায় তার সহকর্মীরা তাকে খুঁজতে শুরু করে। তারা নদীর পানিতে ডুবন্ত অবস্থায় ফারুকের লাশ উদ্ধার করে। বিষয়টি এলাকাবাসি তেঁতুলিয়া মডেল থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পাথর তুলতে গিয়ে মাটি চাপায় এক পাথর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।