Top

পঞ্চগড়ে ব্যবসায়ীদের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময়

১১ সেপ্টেম্বর, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
পঞ্চগড়ে ব্যবসায়ীদের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময়
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিসহ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক মতবিনিময় সভা শনিবার রাতে চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান মুক্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পঞ্চগড় চেম্বারের সভাপতি মো. আব্দুল হান্নান শেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেমুদ হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের সাবেক সভাপতি শরীফ হোসেন, সিনিয়র সহ- সভাপতি রেজাউল করিম রেজা, পরিচালক হারুন উর রশিদ, ব্যবসায়ী খলিলুর রহমান, ঠিকাদার মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। ব্যবসায়ীরা ব্যাংকিং সেক্টরের নানা সমস্যা ও অসুবিধা চিহিৃত করেন এবং এ বিষয়ে সমাধানের দাবি জানান।

ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান মুক্তা বলেন, পূঁজি সংকটের কারণে পঞ্চগড়ে উদ্যোক্তা নেই। পঞ্চগড়ের অর্থনীতি বিকাশে ব্যবসায়ীরা এগিয়ে এলে কর্মসংস্থান তৈরী হবে।

চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের সুযোগ কাজে লাগিয়ে স্থানীয়ভাবে বড় কোন উদ্যোক্তা নেই। এই সুযোগ কাজে লাগিয়ে বাইরে থেকে এসে উদ্যোক্তারা বিনিয়োগ করছে।

চেম্বারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেমুদ হাসান বলেন, শিগগিরই এই শাখাকে এডি শাখায় উন্নীত করা হবে। এটিএম বুধ স্থাপন করা হবে। মাল্টি কারেন্সী এটিএম কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে পৃথিবীর অনেক দেশ থেকে টাকা লেনদেন করতে পারবেন। ঋণ প্রাপ্তির দীর্ঘসূত্রিতা দুর করা হবে। বন্ধকী সম্পত্তির মূল্য বিবেচনা করা হবে। ব্যাংক যেমন সেবাদানকারী প্রতিষ্ঠান তেমনি লাভজনক ব্যবসাও করবে।

শেয়ার