Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

যুক্তরাষ্ট্রে বাড়তে পারে মূল্যস্ফীতি ও গ্যাসের দাম

১২ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে বাড়তে পারে মূল্যস্ফীতি ও গ্যাসের দাম
আন্তর্জাতিক ডেস্ক :

চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে আবার বাড়তে পারে গ্যাসের দাম ও মূল্যস্ফীতি। এর ফলে নতুন করে বিপাকে পড়তে পারে মার্কিন নাগরিকরা, এমনটাই জানিয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র খবরে বলা হয়েছে, মূল্যস্ফীতি ও আসন্ন জ্বালানি সংকট নিয়ে রোববার এ মন্তব্য করেন ইয়েলেন।

ইয়েলেন “স্টেট অফ দ্য ইউনিয়ন”-এ সিএনএন সাংবাদিক ডানা বাশকে বলেন, এটি একটি ঝুঁকি এবং আমরা সেটাকে মোকাবেলা করার চেষ্টা করছি।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এই শীতে মূলত রাশান তেল কেনা বন্ধ করবে এবং রাশিয়া থেকে তেল পরিবহন পরিষেবা নিষিদ্ধ করবে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়াতে পারে।

রাশিয়ার জ্বালানির উপর প্রাইস ক্যাপ (নিদিষ্ট দাম নির্ধারন) আরোপের বিষয়ে তিনি বলেন, আমাদের প্রস্তাবটি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করবে এবং এই অবৈধ যুদ্ধ বন্ধ হবে। তাই আমি বিশ্বাস করি, এটি এমন কিছু যা অপরিহার্য হতে পারে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জি-৭ জোটের অর্থমন্ত্রীরা বলেছিলেন, তারা রাশিয়ার জ্বালানির উপর প্রাইস ক্যাপ আরোপ করতে চান।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর নতুন করে চাপ সৃষ্টি করতেই ইউরোপের এই ২৭টি দেশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন জ্বালানি বিশ্লেষকরা।

এদিকে রুশ জ্বালানির উপর যদি প্রাইস ক্যাপ নির্ধারন করে দেয়া হয় বা এই ধরনের কোনো পদক্ষেপ নেয়া হয়, সেক্ষত্রে সমস্ত ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য খুবই স্পষ্ট। আমাদেরকে রাশিয়ার রাজস্ব কমাতে হবে। যে রাজস্ব দিয়ে পুতিন ইউক্রেইনে তার যুদ্ধের খরচ চালাচ্ছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকেই মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। জবাবে ইউরোপের একাধিক দেশে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। চাপে রয়েছে জার্মানিসহ ইউরোপের একাধিক দেশ।

শেয়ার