Top

এসএসসি পরীক্ষায় রংপুরের ৮ জেলায় প্রায় ১ লাখ ৭৪ পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে

১৪ সেপ্টেম্বর, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষায় রংপুরের ৮ জেলায় প্রায় ১ লাখ ৭৪ পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে
রংপুর প্রতিনিধি :

দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এবারে এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে প্রায় ১ লাখ ৭৪ পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। গত বছরের তুলনায় এবার এ বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২২ হাজার। এর আগে ২০২১ সালে রংপুর বিভাগের ৮ জেলায় এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৫ হাজার ৭৪০ জন।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসসএসসি পরীক্ষা। এ বছর রংপুর বিভাগের ৮ জেলার ২ শত ৭৭টি কেন্দ্রে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৬ শত ৭৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ১ লাখ ৬৬ হাজার ২৩৬, অনিয়মিত ৭ হাজার ৫৪৫ এবং জিপিএ-উন্নয়ন ১৮০ জন শিক্ষার্থী রয়েছে।

এবার মোট ১ লাখ ৭৩ হাজার ৯ শত ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে রংপুরে ৫০টি কেন্দ্রের মধ্যে ৩৩ হাজার ৯৫৮, গাইবান্ধায় ৪০টি কেন্দ্রে ২৪ হাজার ৯৮০, নীলফামারীর ২৭টি কেন্দ্রে ২০ হাজার ৩০৯, কুড়িগ্রামের ৩৪ কেন্দ্রে ১৯ হাজার ৩৬৩, লালমনিরহাটের ২০টি কেন্দ্রে ১২ হাজার ৭৩৯, দিনাজপুরের ৬০টি কেন্দ্রে ৩৪ হাজার ২৩৪, ঠাকুরগাঁওয়ের ২৪টি কেন্দ্রে ১৬ হাজার ৬০৬ ও পঞ্চগড়ে ২২ কেন্দ্রে ১১ হাজার ৭৭২ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৮২ হাজার ৪৭ জন পরীক্ষার্থী, মানবিক বিভাগে ৮৮ হাজার ৬ শত ৮৪ এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৩ হাজার ২৩০ পরীক্ষার্থী রয়েছে। ৮ জেলার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮৭ হাজার ৫৯১ এবং ছাত্রী ৮৬ হাজার ৩৭০ জন।

এছাড়াও রংপুর জেলায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১৪টি কেন্দ্রে ৫ হাজার ২ শত ৭২ এবং কারিগরী শিক্ষা বোর্ডে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১৪ কেন্দ্রে ৩ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে।

শেয়ার