Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

লন্ডনে ছুরি হামলায় দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

১৬ সেপ্টেম্বর, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
লন্ডনে ছুরি হামলায় দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত
আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে সন্দেহভাজন এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরা: রয়টার্স

মেট্রোপলিটন পুলিশ সার্ভিস জানিয়েছে, মধ্য লন্ডনে এ ঘটনা ঘটেছে। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা আরও জানিয়েছে, জরুরি সেবা কাজে নিয়োজিত কর্মকর্তাদের লাঞ্চিত ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে একজনকে।

এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে লিসেস্টার স্কোয়ার এলাকায় ওই হামলাকারীকে সন্দেহ করে পুলিশ। এসময় দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয় এবং পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। পরে পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে।

আটক ওই ব্যক্তিকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

তবে কেন এ হামলা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার