Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

আগামীকাল ঢাকা আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

১৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
আগামীকাল ঢাকা আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিনিধি :

প্রথমবারের মতো ৩ দিনের সফরে বাংলাদেশ সফরে আসছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার । আগামীকাল সোমবার তিনি ঢাকা পৌঁছাবেন।

ঢাকা এসে তিনি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সরকারের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এছাড়া দেশের উন্নয়ন খাতে বিশ্ব ব্যাংকের সহায়তার বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

মার্টিন রেইজার বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। ৫০ বছরের এই অসামান্য যাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। ‘দক্ষিণ এশিয়ার দেশগুলো করোনাভাইরাস, জলবায়ু পরিবর্তন ও বাড়তে থাকা বৈশ্বিক মূল্যস্ফীতির আঘাতে জর্জরিত। এসব সমস্যা বাংলাদেশ কীভাবে মোকাবিলা করছে তা জানতে তিনি আগ্রহ প্রকাশ করেন।

গত ১ জুলাই থেকে জার্মান নাগরিক রেইজার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।এছাড়াও এর আগে তিনি চীন ও মঙ্গোলিয়ায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং কোরিয়ার ডিরেক্টর পদে কাজ করেছেন।

শেয়ার