সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবেলতৈল কবরস্থান থেকে দাফনের আড়াই মাস পর আলামিন হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার দুুপুরের দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিয়াকত সালমান ও পুলিশের উপস্থিততে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৩ জুলাই টাংঙ্গাইলে মৃত্যুবরণ করে মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হকের ছেলে আলামিন হোসেন। সে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তার লাশ নিয়ে এসে ওই কবরস্থানে দাফন সম্পন্ন করে। পরবর্তীতে নিহতের মা আবেদা খাতুন বাদী হয়ে আদালতে মামলা দায়ের এবং লাশ ময়নাতদন্তের আবেদন করেন।
এ আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার লাশ উত্তোলন করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা
বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ আবারো ওই কবরস্থানে দাফন করা হবে বলে তিনি উল্লেখ করেন।