কয়েকদিনের বিরতির পর আবার শৈত্য প্রবাহ শুরু হয়েছে কুড়িগ্রামে। আজ সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ প্রবাহিত হচ্ছে যা আগামী আরো কয়েকদিন থাকতে পারে।
এদিকে ঘনকুয়াশা আর শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পরেছে শ্রমজীবী ও নদী ভাঙা মানুষ। কাজে বের হতে কষ্ট হচ্ছে তাদের। ভোরে প্রচন্ড ঠান্ডায় বোরো জমিতে নেমেছে কৃষক। রাত থেকে বৃষ্টির মত ফোঁটায় ফোঁটায় ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শীতের কবলে দুর্ভোগে রয়েছে দিনমুজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ।