Top
সর্বশেষ
অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর

২৭ নভেম্বর, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর

 

দেশে প্রবাসী আয় আসার দিক থেকে ৯ টি বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় অবস্থানে রয়েছে সিলেট বিভাগ। অপরদিকে সবচেয়ে কম এসেছে রংপুর ও ময়মনসিংহ বিভাগে। এছাড়া জেলাওয়ারী হিসাবেও প্রবাসী আয়ে শীর্ষে রয়েছে ঢাকা জেলা এবং সবচেয়ে কম এসেছে লালমনিরহাট জেলায়।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে ঢাকা বিভাগে প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ৩৯ লাখ ডলার। আর এর আগে সেপ্টেম্বরে ঢাকা বিভাগে প্রবাসী আয় এসেছিল ১১২ কোটি ৭৮ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে ঢাকা বিভাগে প্রবাসী আয় বেড়েছে ১ কোটি ৩৮ লাখ ডলার।

এই সময়ে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায় ৭৫ কোটি ডলার। আর সবচেয়ে কম এসেছে রাজবাড়ী জেলায় ১ কোটি ডলার।

প্রতিবেদন বলছে, প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। চলতি বছরের অক্টোবরে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছে ৬৯ কোটি ডলার। আর এর আগে সেপ্টেম্বরে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছিল ৬৬ কোটি ৫৬ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় বেড়েছে ২ কোটি ৪৮ লাখ ডলার।

এই সময়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম জেলায় ২০ কোটি ৭৪ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে বান্দরবান জেলায় ১৬ লাখ ডলার।

তথ্যানুযায়ী, প্রবাসী আয় আসার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে সিলেট বিভাগ। চলতি বছরের অক্টোবরে সিলেট বিভাগে প্রবাসী আয় এসেছে ২১ কোটি ৭৮ লাখ ডলার। আর এর আগে সেপ্টেম্বরে সিলেট বিভাগে প্রবাসী আয় এসেছিল ২২ কোটি ১৯ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে সিলেট বিভাগে প্রবাসী আয় কমেছে ৪১ লাখ ডলার।

এই সময়ে সিলেট বিভাগের ৪টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সিলেট জেলায় ১১ কোটি ৩৮ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে সোনামগঞ্জ জেলায় ২ কোটি ৮৫ লাখ ডলার।

এরপর প্রবাসী আয় আসার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। চলতি বছরের অক্টোবরে খুলনা বিভাগে প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৩৪ লাখ ডলার। আর এর আগে সেপ্টেম্বরে খুলনা বিভাগে প্রবাসী আয় এসেছিল ১২ কোটি ১৫ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে খুলনা বিভাগে প্রবাসী আয় কমেছে ৮১ লাখ ডলার।

এই সময়ে খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে যশোর জেলায় ১ কোটি ৮৯ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে নড়াইল জেলায় ৬৫ লাখ ডলার।

তথ্যানুযায়ী, প্রবাসী আয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। চলতি বছরের অক্টোবরে রাজশাহী বিভাগে প্রবাসী আয় এসেছে ৮ কোটি ৫১ লাখ ডলার। আর এর আগে সেপ্টেম্বরে রাজশাহী বিভাগে প্রবাসী আয় এসেছিল ৯ কোটি ৫৮ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে রাজশাহী বিভাগে প্রবাসী আয় কমেছে ১ কোটি ৭ লাখ ডলার।

এই সময়ে রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বগুড়া জেলায় ১ কোটি ৮৬ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে জয়পুরহাট জেলায় ৩৬ লাখ ডলার।

এছাড়া চলতি বছরের অক্টোবরে বরিশাল বিভাগে প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৮৩ লাখ ডলার। আর এর আগে সেপ্টেম্বরে বরিশাল বিভাগে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩৪ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে বরিশালে প্রবাসী আয় বেড়েছে ৫৫ লাখ ডলার।

এই সময়ে বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বরিশাল জেলায় ২ কোটি ৫৬ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে ঝালকাঠি জেলায় ৫৯ লাখ ডলার।

তথ্যানুযায়ী, চলতি বছরের অক্টোবরে মায়মনসিংহ বিভাগে প্রবাসী আয় এসেছে ৪ কোটি ৭৭ লাখ ডলার। আর এর আগে সেপ্টেম্বরে মায়মনসিংহ বিভাগে প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৩২ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে মায়মনসিংহ বিভাগে প্রবাসী আয় কমেছে ৫৫ লাখ ডলার।

এই সময়ে মায়মনসিংহ বিভাগের ৪টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে মায়মনসিংহ জেলায় ২ কোটি ৫৮ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে শেরপুর জেলায় ৩৪ লাখ ডলার।

প্রতিবেদন বলছে, প্রবাসী আয়ে সবচেয়ে পেছনে রয়েছে রংপুর বিভাগ। চলতি বছরে অক্টোবরে রংপুর বিভাগে প্রবাসী আয় এসেছে ৩ কোটি ৮৬ লাখ ডলার। আর এর আগে সেপ্টেম্বরে রংপুর বিভাগে প্রবাসী আয় এসেছিল ৪ কোটি ৪৫ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে রংপুর বিভাগে প্রবাসী আয় কমেছে ৫৯ লাখ ডলার।

এই সময়ে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে রংপুর জেলায় ১ কোটি ৩ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে লালমনিরহাট জেলায় ১৯ লাখ ডলার।

এএ

 

শেয়ার