Top

রিজার্ভ সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ পুতিনের

২১ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
রিজার্ভ সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ পুতিনের

ইউক্রেন যুদ্ধ যেন নতুন দিকে মোড় দিচ্ছে। দেশটির পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর আক্রমণে রুশ সেনাদের ‘পিছু’ হটায় রিজার্ভ সেনাদের প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, প্রেসিডেন্ট পুতিন টেলিভিশন ভাষণে বলেছেন—রাশিয়ার ভৌগলিক অখণ্ডতা নিশ্চিত করতে এমন উদ্যোগ জরুরি।

তিনি অভিযোগ করেন, পশ্চিমের দেশগুলো রাশিয়াকে ধ্বংস করতে চেয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শইগু সংবাদমাধ্যমকে বলেছেন, ৩ লাখ মানুষকে প্রস্তুত থাকতে বলা হতে পারে।

এ দিকে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা সীমান্তবর্তী লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও ঝাপোরিঝঝিয়ায় গণভোটের ঘোষণা দিয়েছেন মস্কোপন্থি বিদ্রোহীরা।

গণভোটে বিদ্রোহীরা ‘বিজয়ী’ হলে ক্রিমিয়া উপদ্বীপের মতো সেসব অঞ্চলকেও রাশিয়া নিজের ভূখণ্ড হিসেবে দাবি করতে পারবে।

যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সসহ ইউক্রেনের মিত্র দেশগুলো এর নিন্দা জানিয়েছে। ইউক্রেনও তার ভৌগলিক অখণ্ডতা রক্ষার প্রতিজ্ঞা করেছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট পুতিন রিজার্ভ সেনাদের প্রস্তুত থাকার ঘোষণা দিলেন।

 

বিপি/ এমএইচ

 

শেয়ার