রংপুররে তারাগঞ্জ উপজেলায় দুই বাসরে মধ্যে মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহতের ঘটনার ২০ দিন পর অভিযুক্ত বাসচালক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ। ঘটনার পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন। দীর্ঘদিন চেষ্টার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হন। দেলোয়ারের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রঘুনন্দন গ্রামে।
শুক্রবার রাতে তারাগঞ্জের ইকরচলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, দুর্ঘটনার পর থেকে বাস চালক দেলোয়ার হোসেন পালাতক ছিলো। তাকে গ্রেফতারের জন্য পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর শুক্রবার তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
গত ৪ সপ্টেম্বের রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে মংমনসিং থেকে ছেড়ে আসা ঠাকুরগাগামী জোয়ানা পরিবহনের সাথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জন মারা যায়। আহত হয় দুই বাসের ৭২ জন যাত্রী।
এ ঘটনায় তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব মোর্সেদ বাদি হয়ে মামলা দায়ের করার পর দেলোয়ার গ্রেফতার এড়াতে আত্নগোপনে চলে যান।