Top

মদিনায় মিলল বিপুল সোনা ও তামার খনি

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ
মদিনায় মিলল বিপুল সোনা ও তামার খনি
নিজস্ব প্রতিবেদন :

সৌদি আরবের মদিনার দুটি এলাকায় বিপুল পরিমাণে তামা ও সোনার মজুত পাওয়া গেছে। এক টুইটার পোস্টে সৌদি জিওলজিক্যাল সার্ভে বলেছে, মদিনার আবা আল রাহা এলাকায় সোনার খনি পাওয়া গেছে। ওয়াদি আল ফারা এলাকায় পাওয়া গেছে তামার খনি। খবর দ্য ইকোনমিক টাইমসের

সৌদি জিওলজিক্যাল সার্ভের এক টুইটার পোস্টে বলা হয়, নতুন এ আবিষ্কারের মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার দুয়ার খুলবে। আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ আবিষ্কার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। এতে সৌদি আরবের অর্থনীতি সমৃদ্ধ হবে।

স্থানীয় প্রশাসন বলছে, নতুন এ আবিষ্কারের মধ্য দিয়ে চার হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে তারা। এসব খনিতে ৫৩ কোটি ৩০ লাখ ডলার পরিমাণ অর্থ বিনিয়োগ হতে পারে। এ আবিষ্কার খনিশিল্পের গুণগত মান বাড়াতে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করবে। এতে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হতে পারেন। বর্তমানে সৌদি আরবে ৫ হাজার ৩০০ জায়গায় খনিজ সম্পদ আছে।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে খনিশিল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত জুনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন যে সৌদি আরব খনি খাতে গবেষণা ও উন্নয়নকে অগ্রাধিকার দেবে। এ ঘোষণার পর শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করে, সৌদি আরব খনিশিল্পে ৩ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে।

শেয়ার