Top

কালের স্বাক্ষী কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী মুন্সীবাড়ি

২৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
কালের স্বাক্ষী কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী মুন্সীবাড়ি
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী মুন্সীবাড়ি। চোখ ধাঁধানো এ জমিদার বাড়িটির ভবনের ভেতরে ও বাইরে রয়েছে অপরুপ কারুকার্জ ও স্থাপত্য শৈলী।

মোঘল স্থাপত্য শৈলীর সঙ্গে ব্রিটিশরীতির আদলে এটি নির্মিত। প্রাচীন স্থাপত্য নিদর্শন হিসেবে নানা উপাখ্যান ও লোকগাথা প্রচলিত আছে মুন্সী বাড়ি সম্পর্কে।বর্তমানে উলিপুর মুন্সিবাড়ী বাংলাদেশ প্রত্নতত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নিবন্ধিত আছে।

মুন্সীবাড়ি জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নে অবস্হিত। উলিপুর উপজেলা শহর থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বে ৩৯ একর জমিতে অবস্থান এ স্থাপত্য নিদর্শনটির।

সরেজমিনে দেখা গেছে,মোঘল আমলের স্থাপনার সাথে বিট্রিশরীতির সমন্বয়ে বিভিন্ন কারুকার্যের অপরুপ সৌন্দর্য মুন্সীবাড়ী নির্মাণ করা হয়। বাড়িটি দেখলেই মনে হবে কোন শিল্পীর হাতে আঁকা এক চিলতে ছবি।মূল অট্টালিকাটি দুই তলা। মূল ভবনে আছে শয়ন কক্ষ, ডাইনিং হল, রান্নাঘর, অঙ্কন কক্ষ, বিশ্রাম ঘর এবং অতিথিশালা। মূল বাড়ীর পিছনের দিকে শিব মন্দির, উন্মুক্ত দোল মঞ্চ, তুলসি বেদী, নাট মন্দির, দূর্গা মন্দির ও কূপসহ স্নানাগার রয়েছে। এছাড়া মূল ফটকের পাশে আছে কাঁঠালি চাপা ফুলের গাছ এবং শান বাঁধানো পুকুর ঘাট। নির্মিত ভবনের একটি শীলা খন্ডে ১৮৮০ খ্রীষ্টাব্দ উল্লেখ আছে। এ থেকে ধারনা করা হয় মুন্সিবাড়ী ১৮৮০ খ্রীষ্টাব্দেই তৈরী।

অপরূপ কারুকার্যখচিত মুন্সীবাড়ি কে বা কারা নির্মাণ করেছেন সে সম্পর্কে পাওয়া গেছে এক সমৃদ্ধ ইতিহাস। কাশিম বাজার এস্টেটের সপ্তম জমিদার কৃষ্ণনাথ নন্দী একটি খুনের মামলায় আদালতের কক্ষে দাঁড়ানো অসম্মানজনক বিবেচনা করে ৩১ অক্টোবর ১৮৪৪ খ্রিষ্টাব্দে তার বাসভবনে আত্মহত্যা করেছিলেন। জমিদার কৃষ্ণনাথ নন্দীর মৃত্যুর পর তার স্ত্রী মহারাণী স্বর্ণময়ী কাশিম বাজার এস্টেটের জমিদার হন। স্বর্ণময়ী একজন শিক্ষিত এবং প্রজাদরদী ছিলেন।মহারাণী স্বর্ণময়ী দেবীর অধীনে হিসাব রক্ষকের কাজ করতো বিনোদী লাল নামের এক মুনসেফ বা মুন্সি।

কথিত আছে, একদিন এই বিনোদী লাল মুন্সি হাতির পিঠে চরে শিকার করতে গিয়ে একটি ব্যাঙের সাপ ধরে খাওয়ার দৃশ্য দেখতে পান। আগেকার দিনে মানুষেরা বিশ্বাস করতেন যেস্থানে ব্যাঙ সাপকে ধরে খায় সেই স্থানে বাড়ী করলে অনেক ধন সম্পত্তির মালিক হওয়া যায়। তাই বিনোদী লাল মহারাণী স্বর্ণময়ী কাছ থেকে অনুমতি নিয়ে এই স্থানে একটি বাড়ী নির্মাণ করেন।

বাড়িটির একটি কক্ষে রক্ষিত ব্রজেন্দ্র লাল মুন্সির প্রতিকৃতি ছিল। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ভেবে বাড়িটিতে আক্রমণ করে। আর পাক হানাদার বাহিনী এ কক্ষে রক্ষিত ছবিটি বেয়নেট দিয়ে নষ্ট করে। যা আজও মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন হিসেবে দৃশ্যমান।

ব্রজেন্দ্র লাল মুন্সির স্ত্রী আশালতা মুন্সি দুই কন্যা সন্তান জন্ম দেন। বড় মেয়ে সুচি রাণী (টিটু) আর ছোট মেয়ে সুস্মান কান্তি (বুড়ি) ছিল। সুস্মান কান্তি (বুড়ি) কম বয়সেই মারা যান। টিটু বড় হওয়ার পরে মুন্সি ভাবলেন, আমি ধরণীবাড়ী, বেগমগঞ্জ, মুঘলবাসা, গাইবান্ধা ও মালিবাড়ির বাড়িওয়ালা তবে আমার বাড়ি ভালো না হলে আমি আমার মেয়েকে ভালো ঘরে বিয়ে করাতে পারব না।

এই কথা ভেবে যখন দ্বিতল অট্রালিকা তৈরি হয়েছিল, তিনি কলকাতায় তাঁর মেয়েকে দুর্দান্ত আড়ম্বরের সাথে বিয়ে দিয়েছিলেন। তখন থেকে অনেক বছর কেটে গেছে। ব্রজেন্দ্র লাল মুন্সি ১৯৬০ খ্রিষ্টাব্দে মারা যান। তার কোনও ছেলে সন্তান ছিল না।পরে আশালতা মুন্সি মারা গেলে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুন্সিলালের বংশধররা কলকাতায় চলে যায়।

বর্তমানে ভবনটি যথাযথ সংস্কারের অভাবে বেহাল দশায় পড়ে রয়েছে, গরু ছাগলের অবাধ বিচরণ আর স্হানীয় বাসিন্দাদের গোবরের লাকড়ি শুকানোতে নষ্ট হয়ে যাচ্ছে এই পুরাকীর্তি। প্রয়োজনীয় সংস্কার করা না হলে ঐতিহ্যবাহী মুন্সিবাড়ীটি হয়তো স্মৃতির অন্তরালেই চলে যাবে।

স্হানীয় সচেতন ব্যক্তিদের দাবি, প্রয়োজনীয় সংস্কার করে অট্রালিকাটিকে ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণ করে দর্শনীয় স্থান গড়ে তুললে যুগযুগ বেঁচে থাকবে ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী জমিদার আমলের ধরণীবাড়ীর স্মৃতি মুন্সিবাড়ী।

 

 

শেয়ার