Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস

২৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস
ঠাকুরগাঁও প্রতিনিধি :

২৮ সেপ্টেম্বর বুধবার ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত হয়েছে। স্বাস্থ্য অধিপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় দিবসটি উদযাপিত হয়।

“জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” এই প্রতিপাদ্য নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. এম আর খালিদ হাসান। বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ অফিসের জেলা প্রশিক্ষণ কর্মকর্মা ডা. নূরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক, জেলা সুজনের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, সিনিয়র জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল হাসান প্রমুখ।

সভায় জলাতঙ্ক সম্পর্কে একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। এই রোগ প্রতিরোধে করণীয় ও সমন্বিত উদ্যোগের উপর বক্তাগণ গুরুত্বারোপ করেন। পরে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

 

শেয়ার