Top
সর্বশেষ

তারাগঞ্জের বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে

২৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
তারাগঞ্জের বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে
রংপুর প্রতিনিধি :

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত ৪ জনিেব্রজের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোর্শেদ জানান, বুধবার বেলা ১১টার দিকে যমুনেশ্বরী নদীর ব্রিজের উপর যাত্রীবাহী শ্যামলী পরিবহন পিছন থেকে ব্যাটারিচালিত একটি অটোকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার যাত্রীদের গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শিশু সুরাইয়া আক্তার ও পরে স্মৃতি আক্তার ও অটোচালক জাহাঙ্গীর আলম মারা যান। নিহত সুরাইয়া আক্তার উপজেলার ইকরচালি সরকারপাড়া গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে।

সুরাইয়া জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। এছাড়া স্মৃতি আক্তার এবং জাহাঙ্গীর আলমের বাড়ি জগদীশপুর উত্তর পাড়ায়। এ ঘটনায় আরো ৪জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইকরচালি থেকে একটি অটোরিকশা ৬-৭ যাত্রী নিয়ে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে নীলফামারীর সসৈয়দপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীরা আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। আহতদের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জানান, বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গে তারা সটকে পড়েন।

শেয়ার