Top
সর্বশেষ

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

২৮ সেপ্টেম্বর, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যোবায়ের হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশী ফরমান আলীর আঙ্গিনায় বন্ধুদের সাথে খেলছিল শিশুটি।
এসময় আঙ্গিনায় ব্যাটারীচালিত ভ্যানের ব্যাটারী বৈদ্যুতিকভাবে চার্জ দেয়া হচ্ছিল। অসাবধানতাবশত: শিশুটি সেখানে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার