Top
সর্বশেষ

পঞ্চগড়ের নৌকা ডুবি: নিহত পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান

০৩ অক্টোবর, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
পঞ্চগড়ের নৌকা ডুবি: নিহত পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে মহালয়ার অনুষ্ঠানে যাওয়ার পথে নৌ দুর্ঘটনায় নিহত পরিবারে সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিহত পরিবারগুলোর মধ্যে পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়া অতি দরিদ্র ৯টি পরিবারের মাঝে ১৫ লাখ টাকা বিতরণ করা হয়।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সহায়তার চেক ও নগদ অর্থ হস্তান্তর করেন। এসময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, নিহত পরিবারের সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ ৯টি পরিবারের মাঝে কাউকে ৩ লাখ কাউকে ২ লাখ ও কাউকে ১ লাখ করে মোট ১৫ লাখ টাকা, ১টি করে খাদ্যসামগ্রীসহ পুজোর প্রয়োজনীয় জিনিসপত্রের একটি প্যাকেট বিতরণ করেন।

পরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নৌকার মাঝিদের কাছে ১৪টি লাইফ জ্যাকেট বিতরণ করেন।

শেয়ার