Top
সর্বশেষ

নীলফামারীতে তানভির হাফিজের নেতৃত্বে যুবলীগ চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

০৩ অক্টোবর, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
নীলফামারীতে তানভির হাফিজের নেতৃত্বে যুবলীগ চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
নীলফামারী প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে।
রবিবার দুপুরে (২অক্টোবর) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বীজ উৎপাদন খামারে ‘শেখ ফজলে শামস পরশ’  ফ্যান ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক ‘শেখ ফজলে শামস পরশ’ ফ্যান ক্লাবের সমন্বয়ক তানভীর হাফিজ।
এসময় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোহেল রানা, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপন, নীলফামারী জেলা ছাত্রলীগের যুগ্ম ১নং যুগ্ম- সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন প্রামানিক জীম, নীলফামারী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল সরদার, জাতীয় শ্রমিকলীগ কৃষিফার্ম শাখার সভাপতি মানিক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ খান সাজু, ছাত্রলীগ নেতা রুম্মন, ছাত্রলীগ নেতা রায়হানসহ জেলা-উপজেলার ছাত্রলীল, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠাতে কোরআন খতম এবং মিলাদ মাহফিল শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন্স পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সালাম।
মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে  নীলফামারী জেলা  ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তানভীর হাফিজ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা শেখ ফজলে শামস্ পরশ করোনায় আক্রান্ত। আমরা তার আশু আরোগ্য কামনায় যুবলীগের সকল স্তরের নেতা-কর্মী ও জনগণের নিকট দোয়া চাই।’

 

শেয়ার