Top
সর্বশেষ

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন: সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

১০ অক্টোবর, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন: সংঘর্ষে স্কুল ছাত্র নিহত
রংপুর প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের খেতাবের পাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আকাশ নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে হয়েছেন ২০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।

স্থানীয়রা জানান, খেতাবের পাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কিমিটির নির্বাচনকে কেন্দ্র করে হালনাগাদ ভোটার কার্যক্রম চলছিলো। কিন্তু একটি পক্ষ ১৮ জনকে অবৈধ ভোটার করার চেষ্টা করলে বিদ্যালয়ের পপ্রান শিক্ষক সাইফুর ইসলাম বাধা দেয়। এই নিয়ে একটি পক্ষ সকাল থেকে দেশী অস্ত্র নিয়ে বিদ্যালয়ে অবস্থান করে। দুপুরের দিকে প্রিধান শিক্ষক সাইফুল ইসলাম বিদ্যালয়ে আসার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে বল্লম ছুড়তে থাকে। ওই বললম সাইফুলে শরীরে বিদ্ধ না হয়ে আকাশের গলায় লাগ ঘটনাস্থলেই সে নিহত হয়।

পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল কে স্কুল ঘরে অবরুদ্ধ করে রাখেন। পুলিশ তাকে উদ্ধার করতে গেলে এলাকাবাসীর সাথে
সংঘর্ষ বাঁধে। এতে পীরগঞ্জ থানার এসআই নুরুল ইসলামসহ অনেকেই আহত হন। রংপুর জেলা গোয়েন্দা কর্মকর্তা সরিফুল ইসলাম জানান, বর্তমানে সেখানকার
পরিস্থিতি শান্ত রয়েছে। রংপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ আশপাশের গ্রামগুলোতে অভিযান শুরু করেছে।

শেয়ার